ইরমান মোহাম্মদ
"কারো ভাল করতে না পারলে কারো ক্ষতি করবেন না"
ইরমান মোহাম্মদ খুব সহজ সরল একজন মানুষ। তিনি মানুষের বিপদে আপদে ঝাপিয়ে পড়েন সবসময়।তিনি তার কর্মের মাধ্যামে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ১৯৯৬ সালে মুসলিম পরিবারে তিনি জম্ম গ্রহন করেন।গ্রাম: পূর্ব শিকার পুর হাটহাজারী, চট্রগ্রাম জেলায় ওনার জম্ম স্থান।দুইভাইয়ের মধ্যে তিনি বড়।তিনি ছেলে বেলাই পড়ালেখা করেন আব্দুল মান্নান একাডেমি।প্রাথমিক স্কুল জীবন সাজেদা স্কুল। হাই স্কুল দক্ষিন মাদার্সা এস এস উচ্চ বিদ্যালয়।কলেজ জীবন কুয়াইশ কলেজ।বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স এ অধ্যায়ন রত আছেন। পেশা: পড়ালেখার পাশাপাশি তিনি শিক্ষক পেশাই নিয়োজিত আছেন। ICT নিয়ে তিনি কাজ করছেন। তার সখ তিনি ICT নিয়ে কাজ করে যাবেন। এবং মানুষের সেবা করা তার মূল লক্ষ্য।সবাই ওনার জন্য দোয়া করবেন।
উনার উক্তি "কারো ভাল করতে না পারলে কখনো কারো খারাপ কিছু করবেন না"